মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে শালা-দুলাভাইয়ের দ্বন্ধ-মাছ শিকারে গিয়ে ভাইয়ের লাঠির আঘাতে বোন-ভাগিনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার উত্তরে সাতোর ইউনিয়নের তকশিয়াল খেতা গ্রামের দুলাভাই সুরেন্দ্র ও শ্যালক নিরেন্দ্র এর ১০ শতাশং একটি ডোবার দখলকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে দ্বন্ধ চলে আসছিল। গত শনিবার জাপান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র দীপেন্দ্রনাথ বর্ম্মন দীপু (২৫) জাল দিয়ে মাছ শিকার করতে গেলে মামা নিরেন্দ্রনাথ বর্ম্মনের নেতৃত্বে বিনোদ, নরেন ও অনিল একযোগে দীপুকে মারপিট ও আহত করে।
আহত দীপুর চিৎকারে মাষি বাসন্তি বেওয়া বোনের ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারপিট ও রক্তত্ত করে। আহতদের চিৎকারে এলাকাবাসী তাদের উদ্দার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে। আহত বাসন্তি বেওয়া জানান, একটি বাড়ী একটি খামারে নেওয়া ঋনের ৪০ হাজার টাকা নরেন ছিনিয়ে নিয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।