স্টাফ রিপোর্টারঃ পাবনার নবাগত জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেছেন, হাইকোর্টের আদেশ বাস্তবায়নে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ অনুযায়ী পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর দু‘ পাড়ের অবৈধ ¯’াপনা উ”েছদ করা হবে। নদীকে তার পূর্বের অব¯’া ফিরিয়ে দেওয়া হবে। যা কেবন সময়ের ব্যাপার। নদী খননের জন্য বাজেট আসা মাত্রই উ”েছদ অভিযান শুর“ করা হবে। গতকাল রোববার বেলা সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা নদী রক্ষা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিঁনি উপরোক্ত কথা গুলো বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক সভায় বক্তব্য দেন এলজিইডি নিবার্হী প্রকৌশলী মো. রেজাউর করিম, বাপাউবো সহকারী পরিচালক মোশাররফ হোসেন, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক শহিদুর রহমান, পাবনা চেম্বারের সাবেক সভাপতি মাহবুব উল আলম মুকুল প্রমুখ। সভায় সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নুল আবেদীন, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রঊফ সহ বিভিন্ন উপজেলার নিবার্হী কর্মকর্তাগণ, এসিল্যান্ডগণ সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।