ছেলে ধরা গুজবে মানুষ হত্যার প্রতিবাদে বড়াইগ্রামে মানববন্ধন

দেশব্যাপী ছেলে ধরা গুজব ছড়িয়ে নির্মমভাবে পিটিয়ে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে এবং এ ব্যাপারে লোকজনের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বড়াইগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমিন আলী, জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা, ম্যানেজিং কমিটির সভাপতি মোবারক হোসেন, প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, অভিভাবক সদস্য সরওয়ার আলম পিন্টু, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, সহকারী শিক্ষক আব্দুল হান্নান ও নুরুল ইসলাম, ছাত্র অভিভাবক মসলেম উদ্দিন ও জান মোহাম্মদ বক্তব্য রাখেন।


এ সময় বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ছেলে ধরা গুজব ছড়িয়ে দিচ্ছে। এতে দেশে নিরীহ মানুষদের পিটিয়ে হত্যার পরিবেশ সৃষ্টি করছে, তোবার মত নিষ্পাপ শিশুরা কেউ মাকে কেউ বাবাকে হারাচ্ছে। আমরা আর কোন তোবা সৃষ্টি হোক তা চাই না। তাই ছেলে ধরা গুজব বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে, কাউকে সন্দেহ হলে তাকে পুলিশে সোপর্দ করতে হবে, কিন্তু মারপিট করা বা হত্যার মত জঘন্য কাজ করা যাবে না।