পাবনার সুজানগরে কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ২৭৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার সকালে অডিটোরিয়ামে কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুল আজম সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
বিশেষ অতিথির বক্তব্যদেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাদিউল ইসলাম, শিক্ষা অফিসার মিনা খাতুন, ইসলামী ব্যাংকের ব্যাবস্থপক আব্দুল লতিফ, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত, সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের যুগ্ন সম্পাদক উজ্জল হোসেন, উজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ বাবু, অর্থ সম্পাদক আব্দুস সালাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, টুটুল বিশ্বাস, সাহাব উদ্দিন, জয়নাল আবেদিন, খলিল, জিয়ালুর, মমিন, শাহিন আলম, শিমুল, রফিকুল ইসলাম প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট, ম্যাডেল, প্লেট, বই এবং বৃত্তির নগদ টাকা ও ফুল প্রদান করা হয়েছে।