দেশের প্রতি যাদের মমত্ববোধ ও ভালবাসা নাই তারাই গুজব ছড়াচ্ছে—– লারমনিরহাট পুলিশ সুপার

লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক ( পিপি এম)  বলেছেন, দেশের প্রতি যাদের মমত্ববোধ নাই তারাই ছেলে ধরা গুজব ছড়াচ্ছে। শনিবার ২৮ জুলাই লালমনিরহাট হাতিবান্ধা থানার পুলিশ বিভাগের আয়োজনে উপজেলার কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি বলেন, ছেলে ধরা একটি গুজব। পদ্মাসেতু নির্মানে কাটা লাগেনা। লাগে তথ্য প্রযুক্তি। এসব গুজবকারীকে পুলিশে ধরিয়ে দিন। সম্প্রতি এই গুজবে দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্খিত যে ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার করে আইনের আওতায়া আনা হচ্ছে। যারা এসব গুজব ছড়াবে তাদের ছাড় দেয়া হবে না।

হাতবান্ধা থানার ওসি ওমর ফারুকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, হাতিবান্ধা উপজেলা চেয়ারম্যান মিসউর রহমান মামুন, হাতিবান্ধা থানার সহকারী পুলিশ ( বি সার্কেল) তাপস সরকার, সিঙ্গমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, গুড্ডিমারী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানের শুরুতে একটি বর্নাঢ্য রালি বের করা হয়। রালি শেষে উপজেলার কনফারেন্স রুমে আলোচনা করা হয়।