দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১১৮ তম জন্মদিন পালিত

নেত্রকোনার দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি আয়োজিত বৃটিশ বিরোধী সংগ্রামী , টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্টাতা সভাপতি কমরেড মণি সিংহ এর ১১৮ তম জন্মদিন পালিত হয়েছে রবিবার।


এ উপলক্ষে স্থানীয় নৃ -তাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কমরেড মনিসিংহের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন,স্কুল/কলেজের শিক্ষক/শিক্ষার্থী,সামাজিক,রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ দের অংশগ্রহনে এক আনন্দ শোভাযাত্রা, বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন,কবিতা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা শেষে বিকেলে সিপিবি উপজেলা সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায় কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির সদস্য ও সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ দুর্গাপুর আলহাজ্ব রুহুল আমিন চুন্নু এর সভাপতিত্বে মনিসিংহের কর্ম ও ব্যাক্তি জীবনের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-০১ আসনের সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কমরেড মণি সিংহের একমাত্র পুত্র সিপিবি‘র কেন্দ্রিয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ দুর্গাপুর সোহরাব হোসেন তালুকদার, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেলা উদযাপন কমিটির সদস্য অজয় কুমার সাহা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা আওয়ামীলীগ এর সহসভাপতি মোঃ আলী আজগর, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সিপিবি উপজেলা সভাপতি আলকাছ উদ্দিন মীর,যুব ও কৃষক নেতা মোরশেদ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।