“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” স্লোগানে পাবনার সুজানগরে রোববার সাকলে উপজেলা চত্বরে ফলদ বৃক্ষ মেলার বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। উদ্বোধন পরর্বতী উপজেলা হলরুমের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহীনুজ্জামান শাহীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দেশ ও মানুষের কথা ভেবে বলেছেন এই দেশে বজ্রপাত সহ প্রাকৃতিক দূর্যোগ বেশি, বজ্রপাত প্রতিহত ও পরিবেশ রক্ষার্থে প্রতিটি বাড়ীর আঙ্গিনায় তাল গাছ ও ফলদ বৃক্ষ রোপন করতে হবে, তাই এ সরকারের লক্ষে ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিদের্শনা মেনে গাছ লাগান পরিবেশ বাচাঁন। তিনি আরো বলেন আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে সৃজনাল ফলদ বৃক্ষ রোপন করে সেই ফল বিক্রয় করে আর্থিক ভাবে পরিবার কে সাবলম্বি করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রকে আর্থিক ভাবে সাভলম্ভি করছেন। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্যদেন উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার। বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস। এসময় আরো বক্তব্যদেন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান, বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, মশিউর রহমান, আমিনুল ইসলাম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ আলী মাস্টার, সাংবাদিক তৌফিক হাসান, পাবনা জেলা নার্সারী সমিতির সাধারণ সম্পাদক জগলুল পাশা প্রমুখ। এ মেলায় প্রকৃতি প্রেমীদের দিনভর ভিড় লেগে আছে। কিনছেন নানা জাতের গাছ। প্রতি বছরের মত এবারো বর্ষা মৌসুমে উপজেলা চত্বরে বসেছে ফলদ বৃক্ষ মেলা। মেলায় প্রয়োজনীয় গাছের খোঁজে আসছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।