পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ সম্প্রতি এমন একটি গুজব ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন নারীসহ বেশ কয়েকজন। আর এ গুজবের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষায় ‘ছেলেধরা সন্দেহ হলে পুলিশকে খবর দিন’ এ প্রতিপাদ্য ছড়িয়ে দিতে প্রচারণা চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ জুলাই) বিকালে থানা পুলিশের উদ্দ্যেগে তাড়াশে উপজেলার বিভিন্ন হাটবাজারে, দেওয়লে দেওয়ালে পোষ্টার লাগিয়ে প্রচারণা চালানো হচ্ছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে গুজব থেকে জনগণকে সচেতন করতে এবং কোথাও কোনো ব্যক্তির আচরণ সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে পোস্টার লাগানোর মাধ্যমে প্রচারণা শুরু করেছে তাড়াশ থানা পুলিশ।
এ ব্যাপারে তাড়াশ ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। গুজবে কান না দিয়ে সন্দেহভাজন ব্যক্তির সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত ও আতঙ্কিত করা হচ্ছে। এজন্য সবাইকে সচেতন করতে উপজেলার গুরুত্বপুর্ন স্থানে প্রষ্টার লাগানো ও আলোচনা সভা করা হচ্ছে।