পাবনার মালিগাছা ইউপির শুন্য সদস্য পদে নির্বাচন বৃহস্পতিবার

ষ্টাফ রিপোর্টার ঃ আগামী বৃহস্পতিবার পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শুন্য সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন একটি হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত হওয়ায় তার সদস্য পদ শুন্য হয়। ফলে সরকার ঐ পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল অনুযায়ি আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪টি গ্রাম নিয়ে ৭ নং ওয়ার্ড গঠিত। একমাত্র ভোট কেন্দ্র বাংগাবাড়িয়া মাদ্রাসায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
মালিগাছা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শুন্য সদস্য পদের উপ-নির্বাচনে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ইউপি সদস্য আমজাদ হোসেনের স্ত্রী নওদাপাড়া গ্রামের শামছুন্নাহার এবং পুরাতন বাংগাবাড়িয়া গ্রামের নাহিদ শেখ। স্থানীয় ভোটাদের সাথে আলাপকালে তারা জানান, যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ইউপি সদস্য আমজাদ হোসেন জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে নির্বাচনে প্রভাব বিস্তার করছেন। তিনি বহিরাগত লোকজন নিয়ে এলাকায় চলাফেরা করায় সাধারন ভোটারদের মধ্যে আতংক বিরাজ করছে। বাংগাবাড়িয়া মাদ্রাসা ভোট কেন্দ্রটি ঝকিপূর্ন হওয়ায় এলাকার ভোটাররা শান্তিপুর্ন পরিবেশে ভোট দিতে নির্বাচন কমিশনার ও আইনশৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।