বিশ্বনাথ প্রতিনিধিবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার সম্পন্ন হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ।সভায় বক্তারা বলেন, বিশেষ কোন ধর্ম-বর্ন বা রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন নয়, নিজেদের প্রাপ্য অধিকার আদায় করার জন্যই কাজ করে যাচ্ছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজায় ৫ দিনের সরকারি ছুটি ঘোষণা করার দাবী জানান ও সম্প্রতি আমেরিকায় দেওয়া প্রিয়া বিশ্বাসের বক্তব্যের সাথে দ্বিমতপোষন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল ধর্ম-বর্নের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়ন্ত আর্চায্য ও যুগ্ম সম্পাদক জয়ন্ত কুমার দাশের যৌথ পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেব, সহ সভাপতি প্রদীপ কুমার দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, যুগ্ম সম্পাদক বাবুল দেব, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক মানিক লাল দে, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, বর্তমান সভাপতি সহ সভাপতি রুপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শংকর দাশ শংকু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি কানু রঞ্জন দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।সম্মেলনের শুরুতে গীতাপাঠ করেন রামসুন্দর মডেল সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নিহার রঞ্জন চক্রবর্তী। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুনীল কান্ত দেব, দেবব্রত চক্রবর্তী দেবু, সাংগঠনিক সম্পাদক ডাক্তার বিভাংশু গুন বিভু, পরিষদের বিভিন্ন ইউনিয়ন কমিটির পক্ষে বক্তব্য রাখেন শশাংঙ্ক বৈদ্য, সুবিনয় মালাকার, বিজিত সরকার, নকুল বর্ধন, শিল্টু দাস, দিপুল দেবনাথ, সমীর দে ঝুলন, শুভরাজ চন্দ, সুরঞ্জিত দাশ।জেলা পূজা উদযাপন কমিটির দপ্তর সম্পাদক মানিক লাল দের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অজিত কুমার পালকে সভাপতি, জয়ন্ত কুমার দাশকে সাধারণ সম্পাদক, সমীর দেব ঝুলনকে সাংগঠনিক সম্পাদক ও নকুল বর্ধনকে সহ সাংগঠনিক সম্পাদক করেন ৫১ সদস্য বিশিস্ট বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিৎ চন্দ্র ধর রণ মেম্বার, মুক্তিযোদ্ধা নিরেশ বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির উপদেষ্টা জ্যোর্তিময় দে মতি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক অসিত রঞ্জন দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সহ সভাপতি বাদল কুমার দে, করুনা বৈদ্য, সহ সাংগঠনিক সম্পাদক বিজয় কুমার দে, উদযাপন পরিষদ নেতা মদিন্দ্র পাল, বাচ্চু ধর, অধির পাল, অনাথ বৈদ্য, রনধির দে পানু, বিদ্যাভ‚ষণ চক্রবর্তী, নিশি কান্ত পাল, নন্দ লাল বৈদ্য, ঝুটন চৌধুরী, কুমুদ রঞ্জন চন্দ, বেনু রঞ্জন দেব, জ্যোতিষ দাশ, সুরঞ্জিত বৈদ্য স্মরণ, নেপাল দেব, কাজল মালাকার, অজয় দেব, রিপন দাশ, জয়ন্ত বৈদ্য, দিপু কুমার দাশ, অজিত দাশ, রমা দাশ, ধীরেন্দ্র সরকার লেচু, রিংকু মালাকার, তাপস পাল, অজিত দাশ, রিপন দেব, সুনীল মালাকার, শিপন দাশ, দিপক কান্তি দাশ, সুজিত বৈদ্য, অমিত দে, সুমন দেব, বিজয় দেব, বিজয় বৈদ্য, জয় দেবনাথ, বিদ্যুৎ দাশ, রঞ্জু মালাকার, অকিল বৈদ্য, জয়দ্বিপ সরকার, পংকজ ধর, প্রদীপ ধর, মিহির বৈদ্য, সুনীল বৈদ্য, প্রনব চক্রবর্তী, জয়জিৎ দেবনাথ, পাপ্পু দেব, স্বপন দেব প্রমুখ।