লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরন করলেন বাংলাদেশ আওয়ামী বাস্তহারালীগ জেলা শাখা। গতকাল পানি বন্দিদের বাড়ী বাড়ী হেঁটে গিয়ে ত্রাণ বিতরন করেন। ত্রাণ বিতরনে উপস্থিত ছিলেন বাংরাদেশ আওয়ামী বাস্তহারালীগের জেলা শাখার সভাপতি চাষী জহির রায়হান। এসময় তার সাথে ছিলেন, সভাপতি বাংলাদেশ আওয়ামী বাস্তহারালীগ আদিতমারী উপজেলা শাখা ও দলিল লেখক মোঃ সাইফুল ইসলাম মন্টু, মোঃ ইসমাইল হোসেন সভাপতি কালীগঞ্জ উপজেলা, মোঃ আবু তাহের সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কালীগঞ্জ উপজেলা, মোঃ রেজাউল ইসলাম শুভ বাংলাদেশ আওয়ামী বাস্তহারালীগ আদিতমারী উপজেলাসহ সংগঠনের নের্তৃবৃন্দ। এসময় চাষী জহির রায়হান জেলা প্রশাসকের পক্ষ থেকে বলেন, জেলার পাঁচ উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরন অব্যহত রাখা হবে। সভাপতি চাষী জহির রায়হান আরো বলেন, বন্যা দুর্গতদের জন্য সরকার পর্যাপ্ত পরিমানে ত্রাণ সামগ্রী বরাদ্দ দিয়েছেন। শুক্রবার হাতিবান্ধা উপজেলার গুড্ডিমারী ইউনিয়নের দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে পানিবন্দি ৪৮০ টি পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরন করেন লালমনিরহাট ১ আসনের এমপি ( হাতিবান্ধা-পাটগ্রাম) সংদ সদস্য মোতাহার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুইচিং মং মারমা, হাতিবান্ধা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, হাতিবান্ধা থানা পুলিশ প্রশাসনসহ স্থানীয় নের্তৃবৃন্দ। একই দিনে কালীগঞ্জ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) কালীগঞ্জ। ভোটমারী ইউনিয়নের শৈলমারী এলাকায় ৭০টি পরিবারের মাঝে ত্রাণ ও ১০টি পরিবারের মাঝে নগত অর্থ বিতরন করেন। এসময় ভোটমারী ইউপি চেয়ারম্যান আহাদুল হকসহ স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।