রোটারী ক্লাব অব রূপকথা পাবনার বৃক্ষরোপন কর্মসূচি পালন

২০ জুলাই রোটারী ক্লাব অব রূপকথা পাবনা উদ্যোগে শহীদ এম. মনসুর আলী কলেজে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়। ফলজ, বণজ ও ঔষধী গাছ রোপন করা হয়। যেমন- কৃষ্ণচুড়া, আম, কদম, মেহগুনী, নীম ও জবা গাছ লাগানো হয়। বৃক্ষরোপন বাস্তবায়ন কমিটি আহবায়ক রোটাঃ কে.এম মতিউর রহমান এর তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ শাখার ইন্সেপেক্টর মো: মঞ্জুর রহমান খান, রোটারী ইন্টারন্যাশনাল জেলা ৩২৮১ বাংলাদেশের এ্যাসিস্টেন্ট গর্ভরনর রোটারীয়ান খায়রুজ্জামান আহমেদ অরুণ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুস সামাদ খান, ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান মো: সাইদুর রহমান, আইপিপি রোটাঃ ডা. ক্যাপ্টেন সরওয়ার জাহান ফয়েজ, পিপি রোটাঃ মোঃ শহিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ মোঃ আব্দুস সালাম, সেক্রেটারী রোটাঃ মোঃ তালেবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ এমএ মালেক, রোটাঃ মোঃ ফারুক হোসেন, রোটাঃ এডভোকেট শরিফা খাতুন, রোটাঃ সাইফুল আলম বিটন, রোটাঃ মোঃ আশরাফুল হোসেন খান মিলন, রোটার‌্যাক্ট ক্লাব অব রূপকথা পাবনার সভাপতি মারিফা আক্তার এনি, গোলাম মোস্তফা, তাহমিনা ইয়াসমিন, মোঃ রায়হান সোবহান, দেবশ্রী মজুমদার, মেহেদী হাসান এবং ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বৃক্ষরোপন সম্পর্কে ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান মো: সাইদুর রহমান বলেন, রোটারী ক্লাব অব রূপকথা পাবনা সামাজিক কর্মকান্ডে এবং পরিবেশ উন্নয়নে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তারই ধারাবাহিকতা আজকের এই কর্মসূচি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ খান বলেন, রোটারীর ভাল কাজে আমার কলেজের সকল শিক্ষক সব সময় সহযোগিতা অব্যহত রাখবে।