পাবনায় ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতে জরিমানা

পাবনায় ৪টি ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতে ২২০০০ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গত বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন দোকানে।
পাবনা ঔষধ প্রশান সুত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় পাবনার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ বায়োজিদ বিন অখন্দের নেতৃত্বে পাবনা জেলা ঔষধ প্রশাসন ও ঔষধ তত্বাবধায়ক কে, এম, মুহসীনিন মাহবুব উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। দক্ষিণ রাঘবপুর বাজারে মেসার্স আরাফাত ফার্মেসীর ৪ হাজার টাকা, একই বাজারের মের্সাস অনন্ত ফার্মসীর ৮ হাজার টাকা, একই বাজারের মের্সাস নিউ সেবা ফার্মেসীর ৬ হাজার টাকা ও মের্সাস মিতা ফার্মেসীর ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। পাবনা জেলা ঔষধ প্রশাসন ও ঔষধ তত্বাবধায়ক কে, এম, মুহসীনিন মাহবুব জানান ঔষধের দোকানগুলিতে ড্রাগ লাইসেন্স না থাকা ও নবায়ন না করে ফার্মেসী পরিচালনা করা, মেয়াদ উত্তীর্ন ে অনুমোদনবিহীন ঔষধ বিক্রয় করার অপরাধে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এ বিভিন্ন ধারায় তাদের এ জরিমানা করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন দোকানে পরিদর্শন ও সচেতনতা মূলক বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে।