“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে ধারণ করে পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার ৭দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৯ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড শামসুল হক টুকু এমপি। মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ আয়োজনে বণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি এ্যাড. শামসুল হক টুকু এমপি ছাড়াও বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যার আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইসচেয়ারম্যান সেলিমা সুলতানা শীলা, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকমর্তা(অ:দা) আব্দুল হালিম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রচেষ্টায় দেশে মৎস্য সম্পদের উৎপাদন ২৭লাখ টন থেকে ৪২লাখ টনে উন্নিত হয়েছে। গত ১০বছরে এই সেক্টরে প্রায় ৬০ লাখ মানুষের কর্ম সংস্থান হয়েছে। তিনি শিক্ষিত বেকার যুব সমাজকে মৎস্য চাষের সাথে সম্পৃক্ত করার আহবান জানান।