মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক যোগাযোগ ও তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা‘র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কর্মময় জীবনের উপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছেবাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আজ ১৯ ফেব্রুয়ারী বিকালে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সভাপতি খায়রুল আলম রফিক। অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ডা: রিপন আহমদ, সিনিয়র সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, প্রতিদিনের কাগজ পত্রিকার সাব এডিটর সেলিম সরকার। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি এড.স্বপন কুমার দেব, অর্থ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য এম.এ কাইয়ুম সুলতান, সাংবাদিক আব্দুল মুকিত, নাগরিক টিভির জেলা প্রতিনিধি বিকাশ দাশ। ব্যারিস্টার নাজমুল হুদা‘র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কর্মময় জীবনের উপর আলোচনাসভা শেষে দোয়া করেন সাংবাদিক কেএম সাইদুল ইসলাম। উল্লেখ্য-সাবেক এই মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বিগত ২০২৩ সালের ১৯ জানুয়ারী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।