ওমরাহ হজে গিয়ে মারা গেলেন আব্দুল জলিল মাস্টার

// মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) সংবাদদাতা ঃ
ওমরাহ হজ পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন চাটমোহর এনায়েতুল্লাহ ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সিনিয়র সহকারি শিক্ষক (অবসরপ্রাপ্ত) আব্দুল জলিল। ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমারা গ্রামে তার বাড়ি। রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধা ৭টার দিকে মক্কা শরীফে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমারা গ্রামের মৃত জামাত আলীর ছেলে।
২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে করে স্ত্রীসহ জেদ্দার উদ্দ্যেশ্যে যাত্রা করেন। পরে সেখান থেকে মক্কা শরীফে ওমরাহ পালন করতে যান। রবিবার রুমে এসে সন্ধা ৭টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।
এদিকে ওমরাহ পালন শেষে চলতি মাসের দেশে ফেরার কথা ছিল। মরহুম আব্দুল জলিলের লাশ সেখানেই সমাহিত করা হবে বলে জানিয়েছেন মরহুমের পরিবার।