// চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি ও নন-পিজি সদস্যদ্যের (খামারী) দুই দিন ব্যাপী ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। ১৩টি ব্যাচে ৫২০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ নিচ্ছেন। রবিবার (২৮ জানুয়ারী) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে খামারীরা খামার পরিচালনা, ব্যবসার লাভ লোকসান, অনিশ্চয়তা ও ঝুঁকি সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি তারা প্রশিক্ষণ নিয়ে হাঁস, মুরগি, গরু, ছাগলের খামার পরিচালনা করলে টেকসই উন্নতি করতে পারবে।