// ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
বেড়া উপজেলার নাকালিয়া-সাঁড়াশিয়া সার্বজনীন হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ৩২ প্রহরব্যাপি মহা নামযজ্ঞ অনুষ্ঠান আজ সোমবার শুভ অধিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ কীর্তন অনুষ্ঠান। শুক্রবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন নাকালিয়া-সাঁড়াশিয়া সার্বজনীন শ্রী শ্রী মহা প্রভুর মন্দিরে অনুষ্ঠিত হবে। নাম কীর্তন অনুষ্ঠানে যেসব দল কীর্তন পরিবেশন করবেন তারা হলেন- যুগল কিশোর সম্প্রদায়, যশোর, গুরুকৃষ্ণ সম্প্রদায়, সাতক্ষীরা, বন্ধন মুক্তি সম্প্রদায়, বাগের হাট, সচিমাতা সম্প্রদায়, খুলনা, রাজনন্দী সম্প্রদায়, যশোর, বকুল কৃষ্ণ সম্প্রদায়, গোপালগঞ্জ এবং জয়গুরু সম্প্রদায়, নাকালিয়া। লীলা কীর্তন পরিবেশন করবেন অশোকা দাসী, ভারত, মোহন সরকার, বগুড়া ও সীতারাণী সরকার (লক্ষ্মী) জয়পুরহাট।