বেড়ায় বইছে উপজেলা নির্বাচনি হাওয়া

// ওসমান গণি, বেড়া, পাবনা ঃ
পাবনার বেড়ায় বইছে উপজেলা নির্বাচনি হাওয়া। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও বসে নেই উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভব্য প্রার্থীরা। এরই মধ্যে সম্ভব্য প্রার্থীরা নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে দোয়া চেয়ে, উপজেলা চেয়ারম্যান পদে দেখতে চাই সহ বিভিন্ন লেখা সংবলিত বিলবোর্ড, পোস্টারে ছেঁয়ে ফেলেছে নির্বাচনি এলাকা। অনেক সম্ভব্য প্রার্থী তাদের সমর্থিত নেতা কর্মী নিয়ে গাড়ি ও মোটর সাইকেল সো-ডাউন দেওয়াসহ গণসংযোগ করে প্রার্থী হওয়া কথা জানান দিচ্ছেন। এবার দলীয় প্রতীক এ নির্বাচন হবে না বলে আ. লীগ থেকে এমন ঘোষণা দেয়ার পর ক্ষমতাসিন দলের নেতা-কর্মি বিশেষ করে যারা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশা পোষণ করেছেন তারা এরই মধ্যে নির্বাচনি এলাকায় ঘুরে ভোটার দের খোঁজ খবর নিচ্ছেন এবং তার প্রার্থী হওয়ার কথা জানান দিচ্ছেন। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি বা অন্যান্য দল থেকে এ পর্যন্ত সম্ভব্য কোন প্রার্থী হওয়ার কথা জানা যায় নি। উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগ থেকে এ পর্যন্ত সম্ভব্য চেয়ারম্যান পদে যাদের প্রার্থী হওয়া কথা জানা যাচ্ছে বা নির্বাচনি মাঠে ঘুরছেন তারা হলেন বর্তমান বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবু, উপজেলা আ.লীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটুরিয়া-নাকালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বেড়া উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, পৌর আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আ. লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মেজবা-উল হক, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, আমিনপুর থানা আ. লীগের সহ সভাপতি হুমায়ন কবির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ হোসেন সোহাগ এর নাম শোনা যাচ্ছে।