সুন্দরগঞ্জ আসনে এমপি হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার

// হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার রাত ৯ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢেঁকি প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর। তিনি ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট। নির্বাচনে ১ লাখ ১৬ হাজার ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ আসনে ভোট পড়েছে ৩০ শতাংশ। 

রোববার সকাল ৮টায় থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন। আসনটির ভোট কেন্দ্র ১১৪ টি, ভোট কক্ষ ছিল ৮৪৬। এই আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। আসনটিতে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।