// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
রবিবার (৭ জানুয়ারী) অনুষ্টিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ ১ লাখ ৫২ হাজার ৭৮১ ভোটের ব্যবধানে নিকটতম স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাঞ্জাব আলী বিশ্বাসকে পরাজিত করেছেন। ভোটের বিপুল ব্যবধানের কারণে তিনিসহ এই আসনে পাঁচ প্রার্থীর জামানত খোয়া গেছে। নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট।
ইসির উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল ইসলাম জানান, নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাতিলের বিধান রয়েছে।
এই নির্বাচনে ঈশ্বরদী ও আটঘোড়িয়া উপজেলায় মোটভোট পড়েছে ১ লাখ ৯০ হাজার ৯৫৬টি। এর আট ভাগের এক ভাগ হলো ২৩ হাজার ৮৬৯.৫ ভোট।
রিটার্নিং কর্মকর্তা পাবনার জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান কর্তৃক ঘোষিত ফল অনুযায়ী, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস পেয়েছেন ১৪ হাজার ৬৬২ ভোট, জাতীয় পার্টির রেজাউল করিম লাঙ্গল প্রতীকে ১ হাজার ৫৩৩ ভোট, জাসদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মশাল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬০ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের আতাউর হাসান গামছা প্রতীকে ৮২৬ ভোট এবং ন্যাশনাল পিপলস্ পার্টির মনছুর রহমান আম প্রতীকে পেয়েছেন ৭৮৭ ভোট।
এ ক্ষেত্রে পাঁচ প্রার্থীর জামানত বাতিল হচ্ছে। সংসদ নির্বাচনে জামানত ২০ হাজার টাকা