বনপাড়া পৌরসভায় বড় দিন উপলক্ষ্যে মতবিনিময় সভা

// বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
খ্রীষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর পরিষদের উদ্যোগে কেক কাটা, শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনপাড়া খ্রীষ্টান ধর্ম পল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শরিফুন্নেসা শিরিন, বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মি. বাবলু রেনাতোস কোড়াইয়া, ভাইস চেয়ারম্যান মি. পল সেন্টু কস্তা, বনপাড়া প্যারিস কাউন্সিলের সেক্রেটারী মি. শান্ত পালমা, পদ্মিনী কস্তা, কল্পনা রোজারিও, ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ বক্তব্য রাখেন। সভায় যিশুখ্রীষ্টের জন্মদিন উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।