বগুড়ায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ 

// সঞ্জু রায়, বগুড়া:

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এর অধীনস্থ ৯৩ সাঁজোয়া ব্রিগেড এর উদ্যোগে বুধবার দুপুরে বগুড়ার ধুনট সরকারি কলেজ মাঠে ৫৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

সুশৃংখল আয়োজনে পরম মমতায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন কমান্ডার, ৯৩ সাঁজোয়া ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মহসিন রেজা, ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি এবং অধিনায়ক, ৯ বীর (মেকানাইজড), লেঃ কর্নেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বগুড়া ও নাটোর জেলার বিভিন্ন স্থানে এখন পর্যন্ত সর্বমোট ২,৬৪৭ জনের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শীতে উষ্ণতার পরশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভাল মানের কম্বল পেয়ে স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।