আদমদীঘিতে নাশকতা মামলায় বিএনপি জামায়াতের চারজন গ্রেফতার

// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি মামলায় বিএনপি ও জামায়াতের চার নেতাকর্মিকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার সালগ্রামের মৃত কায়ছার আলীর ছেলে নজরুল ইসলাম (৫২), গোবিন্দপুর গ্রামের তাজতুল্ল্যার ছেলে ওয়াজেদ আলী (৫০), বিহিগ্রামের আস্তেস আলীর ছেলে চাঁপাপুর ইউপির সদস্য মুক্তার আলী ((৩২) ও বড়িয়াবার্তা গ্রামের কিয়ামত আলীর ছেলে আব্দুল হাকিম ((৪৯)। গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে তাদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ।
আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮ ও ৯ নভেম্বর বিএনপির ডাকা অবরোধ কর্মসুচী চলাকালে গ্রেফতারকৃতরাসহ আরো অনেকে পুর্ব ঢাকারোড এলাকায় বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকা সৃষ্টি করে গাড়ীর গ্লাস ভাংচুরসহ পুর্ব ঢাকারোড আওয়ামীলীগ অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর, পেট্রেল বোমা ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনায় ৫৯ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা হয়। এ মামলায় উল্লেখিত ব্যক্তিদের গ্রেফতার করে পরদিন গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।