// আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক উপজেলা পর্যায়ে বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষক গণেন সাতদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম শাহজাহান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী পরিদর্শক মোঃ মিনহাজ মিয়া, মোঃ মোখলেসুর রহমান, একাডেমিক সুপারভাইজার শিপ্রারানী মন্ডল, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান, মতিঝিল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা প্রমুখ।
নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রকল্পের আওতায় সাতদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৪৮২ জন শিক্ষক অংশ নেয়।