// জসীমউদ্দীন ইতি
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে ৩টি আসনে প্রতিদ্বন্দি প্রার্থী হিসেবে থাকলেন ১৩ জন।
রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসে প্রার্থীগণ মনোনয়ন পত্র প্রত্যাহার করেন বলে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ২ জন।তারা হলেন- ১) মো; মাহবুবুর রহমান ডালিম (জাকের পার্টি) ও ২)মো: ইমরান হোসেন চৌধুরী (বাংলাদেশ ওয়ার্কাস পার্টি)।বৈধ প্রার্থী থাকলেন-৪জন।
ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপত্র প্রত্যহার করেছেন -২ জন ।তারা হলেন- ১)মো: নূর আলম সিদ্দিক (জাকের পার্টি), ২) মো: মোজাফ্ফর হোসেন (তৃণমূল বিএনপি) । বৈধ প্রার্থী থাকলেন -৫জন।
ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১)মো: সালা উদ্দীন (এনপিপি) ও ২) মো: ইমদাদুল হক (বাংলাদেশ আওয়ামীলীগ)। বৈধ প্রার্থী থাকলেন ৪জন।এ আসনে আওয়ামীলীগের
ইমদাদুল হক ১৯৯৬ সালে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হলেও পরবর্তীতে ওই আসনটি ২ বার জাতীয় পার্টি এবং একবার ওয়ার্কাস পার্টিকে ছেড়ে দেয়।২০১৮ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
উল্লেখ্য , ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে ২০ জন মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই বাছাইকালে শতকরা একভাগ ভোটারের সম্মতি সাক্ষর না থাকায় ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়।আর ৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে ৩টি আসনে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দি হিসেবে টিকে থাকলেন। তাদের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৪ জন,ঠাকুরগাঁও-২ আসনে ৫ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ৪ জন।
অপরদিকে ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৫ হাজার ৬০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৮১ হাজার ৬৮৮ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৯১২ জন। তিনটি আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪১৭ টি।