আদমদীঘিতে চোর সন্দেহে তিন যুবককে নির্যাতন মামলায় গ্রেফতার-১

// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে হাঁস চুরি ঘটনায় চোর সন্দেহে তিন যুবককে আটক রেখে শারীরিক নির্যাতন সংক্রান্ত মামলায় রাব্বি ওরফে পাপ্পু (২৭) নামের এক নির্যাতনকারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (৯ডিসেম্বর) রাতে আদমদীঘির করজবাড়ি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
মামলা সূত্রে জানাযায়, গত ৪ ডিসেম্বর দিবাগত রাতে আদমদীঘির কদমা গ্রামের জনৈকা রেনুকা বেগমের বাড়ি থেকে হাঁস চুরি যায়। এ ঘটনায় চোর সন্দেহে উপজেলার একই এলাকার জান্নাতুল নাঈম, সাজ্জাদ হোসেন ও এমরান হোসেন নামের তিন যুবককে জোড়পুর্বক করজবাড়ি গ্রামের রাব্বি ওরফে পাপ্পু ও কদমা গ্রামের সাগর হোসেন মোটরসাইকেল যোগে তুলে নিয়ে সান্তাহার যুগিপুকুর এক পল্লী চিকিৎসকের বাসায় নিয়ে একটি ঘরে আটক রেখে মামুন হোসেনের নেতৃত্বে রাব্বি ওরফে পাপ্পু ও সাগর হোসেন আটক জান্নাতুল নাঈম হোসেন, সাজ্জাদ হোসেন ও এমরান হোসেন নামের তিন যুবককে বেধরক মারপিট করে গুরুতর আহত করে বাসার বাহিরে রেখে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় গত ৬ ডিসেম্বর নির্যাতনের শিকার জান্নাতুল নাঈমের বাবা আশরাফুল ইসলাম বাদি হয়ে মামুন হোসেন, রাব্বি ওরফে পাপ্পু ও সাগর হোসেনকে আসামী করে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ গত শনিবার রাতে রাব্বি ওরফে পাপ্পুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন বলে মামলার তদন্তকারি উপ পরিদর্শক আসাদ হোসেন জানান।