// আজিম উল্যাহ হানিফ:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (কুভিক) শিক্ষার্থীদের মুখপত্র ক্যাম্পাস বার্তা’র সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু সুফিয়ান, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম সুমন।
শুক্রবার সকালে কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় ক্যাম্পাস বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যার মোড়ক উন্মোচন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। এর পরেই নতুন কমিটি ঘোষণা করেন তিনি।
কমিটিতে অন্যান্যদের মধ্যে যারা আছেন, বার্তা সম্পাদক পুতুল আক্তার রলি, দপ্তর সম্পাদক শাহাবউদ্দিন সজিব, বিজ্ঞাপন সম্পাদক সীমা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক একেএম আনোয়ার উদ্দিন টুটুল, পাঠাগার সম্পাদক মাকছুদুর রহমান, বিভাগীয় সম্পাদক তানিয়া আক্তার, ফিচার সম্পাদক লুৎফুন নেসা মম।
সম্পাদনা সহযোগী মাহবুবা জান্নাত মীম, আমান উল্লাহ বাঁধন, আরমান হোসেন, সাহিদা আক্তার, তাহমিনা তুলি, শোভন ত্রিপুরা, জান্নাত আরা সুমাইয়া, তাসনোভা অহনা, আফসানা মিমি, রেদোয়ান ভূইয়া, মনির হোসেন।
পরবর্তী সংখ্যা প্রকাশ হওয়া পর্যন্ত পরামর্শক হিসাবে থাকবেন সদ্য বিদায়ী সম্পাদক আশিক ইরান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, ভিক্টোরিয়া পরিবারের ৩০ হাজার মানুষের হাসি কান্না, আনন্দ বেদনার কথা তুলে ধরে ক্যাম্পাস বার্তা পত্রিকা। এ ক্যাম্পাস বার্তা ভিক্টোরিয়ার দর্পন। গত ১৫ বছরে এখান থেকে বহু নবীন লেখক ও সাংবাদিক তৈরি হয়েছে।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি ক্যাম্পাস বার্তা প্রতিষ্ঠালাভ করে। যা ভিক্টোরিয়া কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের লেখায় প্রতি তিন মাস পরপর প্রকাশিত হয়।