// ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
পাবানার বেড়া উপজেলায় কৃষকরা এখন বিভিন্ন ফসলাদি চাষাবাদ করা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। কৃষকরা জানান চলতি রবি মৌসুমে তৈল জাতীয় সরিষা, ডাল জাতীয় ফসল খেসারী, গমসহ বিভিন্ন শীতকালীন সবজি ফসলাদি চাষাবাদ করা নিয়ে জমি প্রস্তুত করার জন্য ক্ষেতে ট্রাক্টর, লাঙল, মই দেওয়াসহ বীজ, সার সংগ্রহ, কেনাকাটা করা নিয়ে বিভিন্ন কাজে কৃষক-কৃষাণি ব্যস্ত হয়ে পড়েছে। তারা এখন নাওয়া, খাওয়ার সময় পাচ্ছে না। যেন দম ফেলার ফুরসত নেই।
পেচাকোলা গ্রামের কৃষক ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিল্টু শেখ, সামাদ স্যান্ডাল, শাহজাহান শেখ, চরনাকালিয়া গ্রামের আজিজ মোল্লা, নবী মোল্লা, চর সাঁড়াশিয়া গ্রামের সাত্তার ব্যাপারী, নুরুল দর্জি, চর নাগদাহ গ্রামের কৃষক ও স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্লা, ইসমাইল মাস্টারসহ অনেক কৃষকের সাথে কথা বলে জানা যায়, চরাঞ্চলসহ উপজেলার প্রায় সব এলাকায় কম-বেশী সরিষা, খেসারী, গম ও সবজি জাতীয় ফসলাদি চাষাবাদের কাজে ব্যতিব্যস্ত রয়েছে কৃষক। অন্যদিকে বর্তমানে উপজেলার চরাঞ্চলগুলোতে বেচা-বিক্রির জন্য উল্লেখযোগ্য কোন ফসল কৃষকের ঘরে না থাকায় এবং বোনা-বুনির পুরো মৌসুম শুরু হওয়ার কারণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা অর্থনৈতিকভাবে টানা পোড়নের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। এ কারণে অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিভিন্ন এনজিও-র কাছ থেকে ঋণ নিচ্ছেন বলে এ প্রতিবেদককে জানিয়েছে। তারা এও বলেছেন, চলতি মৌসুমে অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরকারিভাবে বেড়া উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন ফসলাদির বীজসহ কয়েক প্রকার সার ইতোমধ্যে প্রণোদনা হিসেবে পেয়েছে। বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবির বলেন, চলতি রবি মৌসুমে এ উপজেলার ৪ হাজার ৭শ ৩০ হেক্টর জমিতে সরিষা, ২ হাজার ৫শ হেক্টর জমিতে গম, ২ হাজার ২শ ৬৫ হেক্টর জমিতে খেসারী চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।