// আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় মোবাইল ফোনে পরকিয়া সন্দেহে স্বামী লিটনের হাতে খুন হয় মুন্নী খাতুন (২৫)। গত মঙ্গলবার দিনগত রাতে আসামী মোঃ লিটন হোসেনকে (৩০) গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করলে জবানবন্দি প্রদান করেন।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ জানাযায়, গত ১০ নভেম্বর রাত ৯টা ৩০ ঘটিকায় উপজেলার একদন্ত বারুইপাড়া গ্রামের মোঃ শহিদুল্লাহ মোল্লার ছেলে লিটন মিয়া (৩০) স্ত্রী নুরুন্নাহার মুন্নিকে (২৫) নিয়ে চন্ডিপাশা সরকারি আশ্রয়ন প্রকল্পের বসবাস করতো। তাদের মধ্যে মোবাইল ফোনে কথা বলা ও পরকিয়া সন্দেহ করে ঝগড়া-বিবাদ হয়। এরই একপর্যায়ে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। ঐদিন রাতে লিটন তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে ঘরের দরজা সিটকানি লাগিয়ে পালিয়ে যায় ।
আটঘরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, মুন্নী হত্যা মামলার আসামী লিটনকে গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জুমাইখিরি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গতকাল বুধবার আদালতে সোপর্দ করলে স্বেচ্ছায় ১৪৪ ধারা বন্দি প্রদান করে সত্যতা স্বীকার করেন।