// হযবত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী নিয়ে উপভোগ করেছেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি জেলার পৌর শহরের ‘তাজ’ সিনেমা হলে গিয়ে উপভোগ করেন তিনি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, তাঁর ছোট বোন ও সাবেক সচিব তৌহিদা বুলবুল, লায়লা আক্তার পুস্প, রামজীবন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেকুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মজনু হিরো, ছাপড়হাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রন্জু, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হুদা রাজু, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান প্রামানিক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেষ চন্দ্র শীল, সাধারণ সম্পাদক হাইদুল ইসলাম, যুবনেতা উদয় নারায়ণ, শহিদুল ইসলাম রানা, রিফাত মাহমুদ শাওন, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাবানা বেগম বীনা, যুব মহিলা লীগের সভাপতি আল্পনা গোস্বামী, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রতন মিয়া, আরিফুল ইসলাম, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি সবুজ মিয়া, সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রমূখ। এতে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী সিনেমাটি উপভোগ করেন।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ।
ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, ফারদিন প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।
সিনেমা দেখার পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একটি সংগ্রামী জীবন। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে প্রাণপণ সংগ্রাম চালিয়ে গিয়েছেন তিনি। সিনেমাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সংগ্রামী জীবন ও নানা আন্দোলন সংগ্রামের চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে।আগামী প্রজন্মের জন্য মুজিব-একটি জাতির রুপকার’ সিনেমায় বঙ্গবন্ধু সম্পর্কে ইতিহাস সহজে জানতে পারবে।
চলতি বছরের ১৩ অক্টোবর দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহের দুই শতাধিক স্ক্রিনে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তি পেয়েছে।