নাটোরে শিশুর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগে চা দোকানী গ্রেফতার

// নাটোর প্রতিনিধি
নাটোরে পাঁচ বছরের এক শিশুর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগে আমীর হোসেন (৫৫) নামে এক দোকানীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২অক্টোবর) ভোর রাতে সদর উপজেলার মাঝদিঘা এলাকার একটি ঝোপের মধ্যে আতœগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরের দিকে তাকে নাটোর কোর্টে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত আমীর হোসেন মাঝদিঘা শিবপুর গ্রামের মৃত্য সিদ্দিক মিজি এর ছেলে।
ক্ষতিগ্রস্থ শিশুটির মা বলেন, তিনি বাড়িতে কাজ-কর্ম করছিল। এসময় তার কন্যাসহ পাড়ার বেশ কয়েক জন ছোট ছেলে মেয়েরা এক সাথে খেলা- ধুলা করতে থাকে। এরই এক পর্যায়ে চকলেট আর চাটনী (আচাঁর) দেওয়ার কথা বলে দুইটা চকলেট হাতে দিয়ে শিশুটিকে ঘড়ে নিয়ে যায়। এরই পর্যায়ে তা কন্যাকে যৌন নির্যাতন করার সময় অন্যরা শিশুরা ওই ঘড়ে প্রবেশ করলে আমীর হোসেন পালিয়ে যায় ।

নাটোর থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, গত ১৮ আক্টোবর সদর উপজেলার মাঝদিঘা শীবপুর গ্রামের ৫ বছরের এক শিশুকে চকলেট দেওয়ার কথা বলে চা দোকানী আমীর হোসেন শিশুটিকে তার দোকানের পেছনের ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এসময় শিশুটির চিৎকারে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় আমীর। পরে ওই শিশুটি বাড়ি ফিরে তার মাকে ঘটনা জানালে অসহায় পরিবারটি গ্রাম প্রধানদের জানায়।
গ্রাম প্রধানরা মিমাংসার প্রস্তাব দেয়। পরে নির্যাতিতার মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।