// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির কয়াকুঞ্চি গ্রাম থেকে চুরি যাওয়া চারটি গরু ২দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সিংগাহার গ্রামের এক মেম্বারের ভাই গরু ব্যবসায়ী আজাদুল প্রামানিক (৪০) এর আন্ডারগ্রাউন্ড গোয়াল ঘর থেকে গরু গুলো উদ্ধার করা হয়। আজাদুল প্রামানিক আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ও ইউপি সদস্য (মেম্বার) আবু বক্কর ছিদ্দিকের ভাই বলে জানা গেছে।
জানাযায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামের মেসবাউল সরকারের গোয়াল ঘর থেকে গত বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে চারটি দেশী জাতের গরু চুরি যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা হয়। মেসবাউল সরকারের চুরি যাওয়া গরু গুলো একই ইউনিয়নের পাশের সিংগাহার গ্রামের গরু ব্যবসায়ী আজাদুল প্রামানিকের বাড়িতে রয়েছে, এমন গোপন সংবাদের ভিক্তিতে চুরি ঘটনার ২দিন পর গত শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাতে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে ওসি তদন্ত হাসমতুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ আদমদীঘির সিংগাহার গ্রামে আজাদুল প্রামানিকের বাড়িতে অভিযান চালায়। এসময় তার আন্ডারগ্রাউন্ড গোয়াল ঘর থেকে চুরি যাওয়া চারটি গরু উদ্ধার করা হয়। রাতেই গরু গুলোর প্রকৃত মালিক মেসবাউল সরকারের হেফাজতে দেয়া হয়। এদিকে আজাদুল প্রামনিকের আন্ডাগ্রাউন্ড গোয়াল ঘর থেকে চোরাই চার গরু উদ্ধার করা হলেও গরু ব্যবসায়ী আজাদুল প্রামানিক কৌশলে পালায়। এদিকে এ ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় এলাকার জনমনে নানা প্রশ্ন উঠেছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চোরচক্রদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।