রাজশাহী-নাটোর শ্রমিকদের বিরোধে বাস চলাচল বন্ধ আবারও স্বাভাবিক

// নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী থেকে নাটোর রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে পরিবহন শ্রমিকদের বিরোধের জেরে নাটোর-রাজশাহী রুটে জেলার বাসমালিক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছিল। গতকাল রবিবার (১৫ অক্টোবর) সকাল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ ছিল। চার ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়। তবে বাস বন্ধ থাকার কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সহসভাপতি নুরুজ্জামান মোহন জানান, নাটোরের পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরেই রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন রুটের যানবাহনগুলোর সঙ্গে খারাপ আচরণ করে আসছে। কারণে অকারণে তারা এখনকার বাসগুলোকে মাঝপথে আটকে রাখে। রোববার সকালেও তারা এ ঘটনা ঘটিয়েছে।জানা গেছে, রাজশাহীতে বাস ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক। তবে আগামী মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজশাহী ও নাটোর বাস মালিকদের মধ্যে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত হবে। পুলিশ প্রশাসন বলছে.সমস্যা দুই জেলার বাস মালিক ও শ্রমিক সমিতির মধ্যে। তাদের নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করে নিতে বলা হয়েছে। শ্রমিক নেতা আরোও জানান, তিন দিন আগে নাটোরের রাজকীয় পরিবহনের কর্মচারিকে রাজশাহী নগরীতে মারপিট করে সেখানকার দ্বীপ পরিবহনের শ্রমিকরা। এর প্রতিবাদে শনিবার দ্বীপ পরিবহনের কর্মচারিকে নাটোরে মারপিট করে সেখানকার শ্রমিকরা। এ ঘটনায় আরও বিশৃঙ্খলার আশঙ্কায় পরিবহন মালিক-শ্রমিকরা হঠাৎ করে দুই জেলায় নিজেদের বাস চলাচল বন্ধ করে দেন। তবে বর্তমানে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।#