বেড়ায় পি পি আর প্রতিরোধে টিকা কার্যক্রম চলছে

// ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
পি পি আর প্রতিষেধক টিকার আওতায় পুরো বেড়া উপজেলাকে নিয়ে এসেছে উপজেলা প্রাণি সম্পদ বিভাগ। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ছাগল, ভেড়ার একটি মারাত্মক রোগ পি পি আর। এ রোগে ছাগল ভেড়া আক্রান্ত হলে খাওয়া বন্ধ, শরীরে জ¦র, ঝিম ধরে থাকা, পাতলা পায়খানা এবং মুখ দিয়ে লালা ঝড়তে ঝড়তে একসময় মারা যায়। তাই পি পি আর-এর প্রতিষেধক টিকা প্রয়োগ কার্যক্রম চলছে। তিনি বলেন, গত ১০ দিন ধরে উপজেলার প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে ৯টি টিম পুরো বেড়া উপজেলায় টিকা প্রয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।