বেড়ায় ৬৩টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে

// ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
এবার পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নে ৬৩টি মন্ডপ-মন্দিরে দূর্গপূজা অনুষ্ঠিত হবে। বেড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি নিরঞ্জন গোস্বামী বলেন, এবার পাবনা জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক দূর্গা প্রতিমা বেড়া উপজেলাতে তৈরি হয়েছে। তিনি বলেন বেড়া পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নে ৬৩টি মন্ডপ-মন্দিরে ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুরু হবে। শেষ সময়ে এসে কারিগররা প্রতিমায় রং তুলির কাজে ব্যস্ত সময় পার করছে। বেড়া মডেল থানা সূত্রে জানায়, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান দূর্গা উৎসব সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।