মৌলভীবাজারে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফবৃন্দদের প্রতীকী অবস্থান ও কর্মবিরতি

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে ডিপ্লোমা ইন্টার্ন নার্স এবং ডিপ্লোমা ইন্টার্ন মিডওয়াইফবৃন্দদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবীতে প্রতীকী অবস্থান ও কর্মবিরতি পালন করা হয়েছে। আজ ৫ অক্টোবর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব এর সামনে কর্মবিরতি চলাকালে ইন্টার্ন নার্স এবং ইন্টার্ন মিডওয়াইফবৃন্দরা ১ দফা এক দাবীতে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে শ্লোগান দিতে থাকেন। অন্যায় তো কিছু বলছি না, দাবী মোদের ছাড়ছি না। আশ্বাস নয় বাস্তবায়ন চাই, ইন্টার্ন ভাতা চালু চাই। কর্তৃপক্ষ নিরব কেন ? জবাব চাই, জবাব চাই। দাবী মোদের একটাই, ইন্টার্ন ভাতা চালু চাই। ইন্টার্ন ভাতা চাই, নয়তো ইন্টার্ন বন্ধ চাই। স্বাস্থ্য খাতে অনিয়ম, মানি না মানবো না। কর্মবিরতিতে এ সময় অন্যান্যদের মধ্যে তাসনিম সিদ্দিকা, মোসাঃ খাদিজা খাতুন বেবী, ফাহমিদা আক্তার শুভ, সোহানুর রহমান, সেবিনা আক্তারসহ প্রায় শতাধিক ডিপ্লোমা ইন্টার্ন নার্স এবং ডিপ্লোমা ইন্টার্ন মিডওয়াইফবৃন্দ উপস্থিত ছিলেন। ইন্টার্ন নার্স এবং ডিপ্লোমা ইন্টার্ন মিডওয়াইফবৃন্দরা জানান- ১ দফার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চলবে। আগামীতে আরও কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।