প্রতিবন্ধী নারীদের অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তির লক্ষ্যে বগুড়ায় সেমিনার

// সঞ্জু রায়, বগুড়াঃ  প্রতিবন্ধী নারী ও কিশোরীর অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তির জন্যে বগুড়ায় ডাব্লিউডিডিএফ এর আয়োজনে প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের অংশগ্রহণে বৃহস্পতিবার শহরের স্থানীয় এক হোটেলের সভাকক্ষে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে জেলা পর্যায়ে প্রতিবন্ধী নারীদের জীবনযাত্রায় মুখোমুখি হওয়া নানা প্রতিবন্ধকতাগুলো কিভাবে দূর করা যায় এবং তাদের সামনের দিকে এগিয়ে নিতে করনীয় নানা গুরুত্বপূর্ণ দিক প্রাধান্য পায়।
ডাব্লিউডিডিএফ এর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ। সংস্থার বগুড়া অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার পিপিএম, সমাজসেবা অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো: কাউছার রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা প্রমুখ। বক্তারা বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকার দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন সাধন করেছেন। বগুড়াসহ দেশের প্রতিটি প্রান্তে সুবর্ণ নাগরিক কার্ডের মাধ্যমে ভাতা নিশ্চিতকরণসহ সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে নানাবিধ কর্মকান্ড পরিচালনা করছে সরকার যার সুফল পৌঁছেছে তৃণমূলে। তবে এখনো কেউ যদি ভাতা না পেয়ে না থাকে বা প্রতিকূল পরিস্থিতির স্বীকার হন নির্ধিদ্বায় সরকারের যেকোন দপ্তরে স্বাগত জানান বক্তারা কারণ বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন যার সূচনা হয়েছিলো প্রধানমন্ত্রীর কণ্যা সায়মা ওয়াজেদ পুতুলের হাত ধরে। সেমিনারে প্রতিবন্ধী নারীদের জন্যে তৃণমূল পর্যায়ে  ডাব্লিউডিডিএফ যে ইতিবাচক পন্থায় কাজ করে যাচ্ছে বক্তারা তার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর ঢাকা শারমিন আক্তার দোলন এবং সেমিনারের আলোচ্য বিষয়ের বিস্তারিত তুলে ধরে ভিডিও চিত্র উপস্থাপন করেন সংস্থার কর্মসূচি সমন্বয়কারী হুমায়ুন কবীর। দিনব্যাপী এই সেমিনারে বগুড়ার বিভিন্ন উপজেলার ভাইস চেয়ারম্যানবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ, প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিভিন্ন এলাকার প্রতিনিধিসহ নানা শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করেন এবং মুক্ত আলোচনায় অংশ নেন। সেমিনারে আলোচনা শেষে ৬ জন প্রতিবন্ধী নারীকে সাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে  ডাব্লিউডিডিএফ এর পক্ষে ৪০ হাজার টাকার পরিচ্ছন্নতা সামগ্রীর ভাউচার বিতরণ করা হয়। সেমিনারের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন  ডাব্লিউডিডিএফ বগুড়ার হিসাব রক্ষণ কর্মকর্তা ও উপজেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।