// সঞ্জু রায়, বগুড়াঃ দেশে সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে ব্যাক্তিগত উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বৃহস্পতিবার সকালে শাজাহানপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ব্যতিক্রমী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
নান্দনিক রূপে সজ্জিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উষ্ণ অভ্যর্থনা পেয়ে আনন্দ-উচ্ছাসে উজ্জীবিত হয়ে ওঠে মেধাবীরা। সংবর্ধিত শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে নিজ হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান ছান্নু।
উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে ও যুবসংগঠক মিজানুর রহমানের ব্যবস্থাপনায় এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার আমিনুল ইসলাম, সরকারি কমরউদ্দিন কলেজের অধ্যক্ষ এ এইচ এম শফিকুত তারিক, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, রানীরহাট কারিগরি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবু জাফর, জোড়া নজমুল উলুম কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ শহিদুল ইসলাম, সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুল্লাহ আল মোনায়েম, প্রভাষক মিন্টু মিয়া প্রমুখ।
এ সময় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ ও উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নূর-ই -সাবরিনা, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের সিয়াম আহম্মেদ, সরকারি চাঁচাইতারা উচ্চ বিদ্যালয়ের আবুজার, নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের তাসফি আক্তার, সাজাপুর ফুলতলা আহঃ ফাজিল স্নাতক মাদ্রাসার উম্মে তাহরিমা প্রমুখ। এদিকে ভবিষ্যৎ জীবনগঠনে অনুপ্রেরণা দেয়ার লক্ষ্যে একসাথে ৫ শতাধিক শিক্ষার্থীকে একত্রে সংবর্ধণা প্রদানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সচেতন মহলের সকলে।