// ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের ভিজিএফ খাদ্য শস্য (চাল) বিতরণ।
আজ সিডিউল অনুযায়ী ২টি ইউনিয়ন কে সকাল ১০ থেকে দুপুর ২.৩০ পর্যন্ত, সুফলভোগীদের মাঝে ভিজিএফ চাল ও পেকেট জাত খাবার বিতরণ করা হয়।
★চরভদ্রাসন ইউনিয়ন – ১৪৩ জন সুফলভোগী (প্রতিজন ২৫ কেজি হারে)
★চরঝাউকান্দা ইউনিয়ন-১৪৮ জন সুফলভোগী(প্রতিজন ২৫ কেজি হারে)
আজ সর্বমোট ২৯১ জন সুফলভোগীর মাঝে ৭.২৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। আগামি ৫ই অক্টোবর গাজিরটেক এবং চরহরিরামপুর ইউনিয়নের ৪২৯ জন সুফলভোগীর মাঝে ১০.৭৩ মেট্রিক টন চাল বিতরণ করে হবে।আজ ভিজিএফ খাদ্য শস্য(চাল) বিতরণ কালে
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা ভাইস চেয়ারম্যান, ঝাউকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মৎস্যজীবি সমিতির সভাপতি, উপজেলা ফুড অফিসার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিজিএফ চাল বিতরণের সকল কার্যক্রম পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।