// পাবনা প্রতিনিধি :“ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতা ” এই প্রতিপাদ্যে পাবনায় র্যালী আলোচনা সভাসহ নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৩ পালিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ে শেষ হয়।
জেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও তথ্যচিত্র উপাস্থাপন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন,সমন্বিতভাবে উৎপাদন কার্যক্রম করলে উৎপাদনের ক্ষেত্রে সাফল্য পাওয়া সম্ভব। কৃষি, শিল্প, মৎস, বনায়ন সর্বক্ষেত্রে উৎপাদন বাড়তে সবাইকে কাজ করতে হবে। উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। স্মার্ট বাংরাদেশ গড়তে উৎপাদন শীলতার বিকল্প নাই।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর, গণপুর্তর নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সদও উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, সরকারী পাবনা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমূখ।
উপাস্থাপনায় ছিলেন সহকারী কমিশনার ফারিস্তা করিম।