// স্টাফ রিপোর্টারঃ পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন বলেছেন, মহামান্য রাস্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ২৭ সেপ্টেম্বর পাবনায় আসছেন। ২৮ সেপ্টেম্বর তিনি পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপতালের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন। তার ঘোষিত পাবনা থেকে সরাসরি ট্রেনও খুব শিঘ্রই চালু হবে। পাবনাবাসীর প্রাণের দাবী ইছামতি নদী পুনরুজ্জীবতকরণের জন্য মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে তাও অচিরেই একনেকে পাশ হবে এবং সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করা হবে। ইনশআল্লাহ। ইছামতি
নদী উদ্ধার আন্দোলন পাবনা, রিভারাইন পিপল পাবনা এবং বাঁচতে চাই পাবনার উদ্যোগে এলআরডির সহযোগিতায় গতকাল বিকেল ৩ টায় পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত বিশ^ নদী দিবসের আলোচনা সভার উদ্ব্ধোনী বক্তব্যে তিঁনি উপরোক্ত কথাগুলো বলেন। ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাপনি বক্তব্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন বলেন, দ্রুতই একনেকের বৈঠকে ইছামতির প্রজেক্ট পাশ হবে। ১ হাজার ৭ শত ৩৫ কোটি টাকা ( প্রায়) এর মধ্যে ৫ শত ৩৫ কোটি টাকা ক্ষতিপূরণের জন্য ধরা আছে, ক্ষতিপূরণ দেয়া হবে। একনে পাশ হওয়ার পর কে কাজ করবেন তা নিয়ে আমরা চিন্তিত নই। কাজটি হলেই আমরা খুশি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী কৃষিউন্নয়ন ব্যাংক পাবনা জোনাল ম্যানেজার ( ডিজিএম) মোসাঃ ফারহানা জাহান এবং বাপাউবো পাবনার সহকারী পরিচালক মোশারফ
হোসেন। স্বাগত বক্তব্য দেন রিভারাইন পিপল পাবনার সভাপতি ড. মনছুর আলম ।
ধারনা পত্র পাঠ করেন বাঁচতে চাই এর নিবার্হী পরিচালক আব্দুর রব মন্টু। ইছামতি নদী দ্রুত পুনরজ্জীবিত করণের দাবীতে আরও বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সহ সভাপতি এনামুল হক চৌধুরী টগর ও পূর্ণিমা ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক জেবুন্নেছা ববিন, প্রচার সম্পাদক শফিক আল কামাল, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা খাতুন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা বেগম বিজলী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. আল আমিন, সর্ব সদস্য ইমাম গাযযালী গালর্স স্কুল এন্ড
কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, দৈনিক সিনসা নিবার্হী সম্পাদক আমিনুর রহমান খান, সহকারী অধ্যাপক সাহানা আক্তার বানু, কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছিমা খন্দকার, প্রাক্তন অধ্যক্ষ জিয়াউল হক, প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, পাবনা পুলিশ লাইনস স্কুলের শিক্ষক দিনা ফেরদৌস খান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শফিউদ্দিন মিয়া, এডভোকেট ফরহাদ হোসেন, দৈনিক খোলা কাগজের নিজেস্ব প্রতিনিধি আবদুল জব্বার, দৈনিক স্বত:কন্ঠ বার্তা সম্পাদক শিউলী আক্তার, কৃষক লীগ নেতা তোফাজ্জল হোসেন মামুন, খান আনোয়ার হোসেন, কবি ও মানবধিকার কর্মী করুনা নাসরিন, নিশাত তাসনিম উপমা, মোছাঃ সুমাইয়া, মাসুদ হাসান রনি, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি আরিফুল ইসলাম,কবি আজিজা পারভীন, মহিয়সী প্রকাশনীর সত্ত্বাধিকারী রেহানা সুলতানা শিল্পী, কবি মাহবুবুন শিলা,ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, কবি বেগম ফিরোজা খান, রহিমা খাতুন , কবি সুমনা ঘোষ, উত্তরণ সাহিত্য আসরের সভাপতি আলমগীর কবীর হৃদয়, সুপ্ত নির, পাবনা মেন্টাল হাসপাতাল (প্রাঃ) ব্যবস্থাপনা পরিচালক মিজানুর
রহমান শরীফ, রাসার নিবার্হী পরিচালক মনোয়ারা পারভীন, ইসলামী কলামিস্ট শামীম আহমেদ, সাংবাদিক আর কে আকাশ, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, বাশরী সংস্থা পাবনার সভানেত্রী হোসনেয়ারা আরজু, উদ্দীপনা নির্বাহী পরিচালক আলেয়া ইয়াসমীন, বিটিভি ক্যামেরা পারসন কাওসার হোসেন, ওয়াইডাব্লিউসিএ প্রোগ্রাম অর্গানাইজার চামেলী রীতা কস্তা, আব্দুল কাদের মাস্টার, কবি মহসিন আলী, আব্দুল হামিদ, সূচী মহিলা সংস্থার জহুরা আখতারী, শুচীতার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, রজনী আক্তার, মুক্তদৃস্টি
সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ রোজ কলি, শামছুন্নাহার রিমা, কবি মধুসূদন মজুমদার, রেহানা খানম, কৃষিবিদ জাফর সাদেক, বিং হিউম্যান বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আফরিন কবীর ও শিশু সাংবাদিক সাআদ আল সামী, মোঃ রাজিব, মোঃ আরিফ, সাংবাদিক জামিল হোসেন, তোফাজ্জল হোসেন, মোঃ রাব্বি, আপেল মাহামুদ, বাদল, অমিত হাসান প্রমুখ ।