// আব্দুল জব্বার, পাবনা: জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেছেন, সর্বজনিন পেনশন টেকসই উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের একটি বিষেশ ভিত্তি। উন্নত বিশে^র মতো বাংলাদেশের নাগরিক গণ পাবে রাষ্ট্রের মজবুত মৌলিক সুবিধা। বিশাল এই উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। রাজনৈতিক, সামাজিক, সংবাদিক, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সবাইকে কাজ করে সর্বজনিন পেনশন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।
রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা ডিসি এসব কথা বলেন।
সভা সুত্রে জানা যায়, আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। চাটমোহর ফরিদপুর এলাকার বিলের পানি প্রবাহের প্রতিবন্ধকতা সমূহ বন্ধ করতে হবে। বিল গাজনার বিলে কচুরী পানা অপসারণ করতে হবে। মানসিক হাসপাতালে সপ্তাহে দুইদিন রোগী ভর্তি না করে নিয়ম অনুযায়ী ভর্তি করতে হবে। উন্নয়ন সভা কে আরো কার্যকরী করতে হবে। ফসলি জমিতে মাটি কাটা হচ্ছে এসব বন্ধ করতে। ওয়েব পোর্টাল আপডেট করতে হবে। বেশ কিছু উন্নয়ন কাজ বন্ধ রয়েছে বা ধীর গতিতে হচ্ছে সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, এএসপি জিয়াউর রহমান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যাপক মো. নুরুল আলম,চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা, জেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আল নাঈম, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ কুমার, পাসপোর্ট এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডি বিএডিসি(বীজ) রফিকুল ইসলাম, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম প্রমূখ।