৫ উইকেট নেওয়ার পর স্ত্রীকে কৃতিত্ব দিলেন রউফ

// আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে পাকিস্তান। আফগানদের ১৪২ রানে হারিয়েছে বাবর আজমের দল। এই দিন বল হাতে তান্ডব চালিয়েছেন পাক পেসার হারিস রউফ। একাই ৫ উইকেট নিয়ে আফগানদের ধসিয়ে দেন তিনি। এমন আগুন ঝরা বোলিংয়ের জন্য তার স্ত্রীর কৃতিত্ব রয়েছে বলে জানিয়েছেন এই পাকিস্তানি পেসার।

মঙ্গলবার (২২ আগস্ট) শ্রীলঙ্কার হাম্বানটোটায় সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে ২০১ রান করে অল আউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে ১৯.২ ওভারে মাত্র ৫৯ রানেই সব কয়টি উইকেট হারায় আফগানরা।

বিয়ের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন রউফ। ম্যাচ শেষে তার এমন আগুন ঝরা বোলিংয়ের জন্য তার স্ত্রীর কৃতিত্ব রয়েছে কি-না জানতে চাওয়া হইলে তার জবাবে এই পেসার বলেন, ‘বিয়ের পর জীবনে অনেক কিছুরই পরিবর্তন আসে। আলহামদুলিল্লাহ আমার স্ত্রী আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে।’