/// আবু হেনা মোস্তফা কামাল ///
হলো নিহত পিতা পনেরো আগস্টে
হয়ে গেল স্তব্ধ সারা দুনিয়া সে খবরে।
হলো মাতা নিহত পরিবার সহ,
পেলোনা রেহাই,নারী,শিশু,গর্ভবতী
হারমানে কারবালার হত্যা কান্ড হেথায়।পেয়েছিলো রক্ষা নারী, শিশু কারবালাতে,
নির্মম তার চেয়ে, বর্বর তার চেয়ে
হত্যাকান্ড, ১৫ আগস্টের।
নেই এর চেয়ে বড় কোনো শোকগাঁথা।
আসবে একদিন মৃত্যু, এটা চিরন্তন।
করলি কেন হত্যা তোরা জাতিকে?
উত্তর আছে কোনো?
ঝুলতে হলো তো ফাঁশিতে শেষ টাই।
আছে যারা পালিয়ে তাদের দেই আমি অভিশাপ,
খুলে পড়ে যেন তোদের মাংস কুষ্ঠ রোগে।
মরবি তোরা তিলে তিলে, দেই আমি অভিশাপ।
করেছিল হত্যা যারা সিরাজকে,
হয়েছে প্রত্যেকের অস্বাভাবিক মৃত্যু।
হবে তোদেরও তাই,
দেই আমি অভিশাপ তোদের।
ঘটিয়েছে যারা একুশ আগস্ট,
দিতে হয়েছে প্রাণ চব্বিশ জনের,
বেঁচে গিয়েছলেন নেত্রী কোনো মতে।
ছিল এটি ২য় জালিওনওয়ালাবাগ।
করছে অপেক্ষা তোদের জন্য
ভয়ঙ্কর যন্ত্রণা দায়ক এক পরিণতি।
পাবিনা রেহায়, পাবিনা পরিত্রাণ!
দেই আমি অভিশাপ তোদের-
মরবি তোরা ধুকেধুকে, যন্ত্রণায় নিজেই চাইবি মৃত্যু, কমবেনা তবু যন্ত্রণা।
হতে পারে স্রষ্টার বিচারে বিলম্ব,
তবে নিশ্চিত বিচার হবেই একদিন।
“আল্লাহ কি ঘর দের হ্যা,আন্ধের নেহি!”