হাদীকাতুল কুরআন মাদরাসা, দুর্লভপুর এর উদ্যাগে আলোচনাসভা ও সংবর্ধনা

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীর সুষ্ট মেধা বিকাশের জন্য অনুকূল পরিবেশে তৈরি আধুনিক শিক্ষা ব্যবস্থা “ জামেয়া ইসলামিয়া হাদীকাতুল কুরআন মাদরাসা, দুর্লভপুর” মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যাগে
গুনিজন সংবর্ধনা ও আলোচনাসভা ও মিনি সাফীরুল কোরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে মাদরাসা প্রাঙ্গনে আজ ১৭ আগস্ট দুপুরে। বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও হাদীকাতুল কোরআন মাদরাসা দুর্লভপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি, বৃটেন প্রবাসী ড.আবুল লেইস ভিডিও বার্তা‘র মাধ্যমে স্বাগত বক্তব্য প্রদান করেন ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। মাদরাসার সহকারি শিক্ষক শেখ শাহ আলম ও সাংবাদিক আব্দুল মুকিত ইমরাজ এর যৌত সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন- সাফী একাডেমী‘র প্রতিষ্ঠাতা, বিশিষ্ট লেখক ও গবেষক লন্ডন প্রবাসী ড.আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- বিশিষ্ট লেখক ও গবেষক ড.আবুল কালাম আজাদ এর সহধর্মনী মিসেস আজাদ, মৌলভীবাজার জামেয়া আরাবিয়া, মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস মাওলানা হাবিবুর রহমান কাসেমী, জামেয়া ইসলামিয়া, রায়পুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গিয়াস উদ্দিন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব (স্বারক রেজি নং-২৬৯) এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামেয়া ইসলামিয়া হাদীকাতুল কুরআন মাদরাসা, দুর্লভপুর” মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ ইজাজুল হক, সহকারি শিক্ষক মোঃ আবু রায়হান, এনটিভি ইউরোপ এর কমলগঞ্জ প্রতিনিধি পিন্টু দেবনাথ, দৈনিক গণমুক্তি‘র জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদারসহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন। হাদীকাতুল কুরআন মাদরাসা, দুর্লভপুর এর পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে তিন ভাষায় কুরআন তেলাওয়াত করেন- আব্দুল্লাহ আল- নুমান, রাব্বি আহমদ। কবিতা আবৃত্তি করেন, রিয়াদ, রাব্বি, মুন্না, আপন, হাদিস পাঠ করেন- আল জিহাদ হুসাইন, যাবতীয় ফরয বিষয়াবলী আল রাহীম, নামাযের ওয়াজিব সজিব আহমদ, নামাজ ভঙ্গের কারণ হাসান আহমদ, তিন ভাষায় ১০০ শব্দ মাহফুয খাঁন মুন্না, আরবী কথোপকথন বদরুজ্জামান ও রাব্বি আহমদ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট লেখক ও গবেষক ড.আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের সুষ্ট মেধা বিকাশের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা মিনি সাফীরুল কোরআন তুলে দেন। এ সময় তিনি উল্লেখ করেন- “সাফীরুল কোরআন” হলো সহজ উপায়ে কোরানিক ভাষা শেখার এমন একটি বিস্তারিত কোর্স, যার মাধ্যমে পবিত্র আল কোরআনের আয়াত পড়ে বা শুনে অতি সহজে প্রতিটি শব্দ বা বাক্যের অর্থ বোঝা যায়। প্রাথমিক স্তরের কোর্সটি সম্পন্ন করার পর প্রায় ৭০-৮০ শতাংশ শব্দ বা আয়াতের ভাবার্থ বুঝতে সক্ষম হবেন। কোরআন-হাদিসের পবিত্র গ্রন্থগুলো পড়ে সঠিক অর্থ অনুধাবনের পাশাপাশি অধিকতর গবেষণা ও জ্ঞানার্জনের সক্ষমতা অর্জন করা সম্ভব হবে। বিগত কয়েক বছর ধরেই এই অভিনব পদ্ধতি প্রয়োগ করে তিনি নিজেই বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ও ইংরেজী উভয় ভাষা-ভাষী মুসলিম জনগোষ্ঠীর মাঝে শিক্ষা বিস্তারের জন্য ব্যাপক কাজ করে আসছেন।