আব্দুল জব্বার পাবনা l
যথাযথ মর্যাদায় নানা আয়োজনে পাবনায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। পাবনা জেলা প্রশাসন দুইদিন ব্যাপী ব্যাপক কর্মসুচী পালন করে। ১৫ আগষ্ঠ সোমবার সূর্য্যদয়ের সাথে সাথে পতাকা অর্ধনমিত রাখা, ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, সাড়ে ১০ টায় শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, আলেখ্য অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, দুপুরে কোরান খানী, দোয়া, প্রার্থনা, এতিম শিশুদের উন্নত খাবার পরিবেশন সহ নানা কর্মসুচী পালন করে।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল রহিম লাল, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা তানভির রহমান, সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল ইসলাম প্রমূখ।
দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে সকালে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, শোক র্যালী, রক্তদান, আলোচনাসভা ও স্মৃতিচারণ, খাবার বিতরণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে।জেলা আওয়ামী লীগের আয়োজনের স্মরণকালের সর্ববৃহৎ শোক র্যালী করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি সহ জেলা যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবমহিলা লীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, শোক র্যালী, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। মঙ্গলবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা কালোব্যাচ ধারণ করেন। সকাল সাড়ে নয়টায় প্রশাসনিক ভবন হতে শোক র্যালী বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে জাতির পিতার জম্মশতবর্ষ স্মারক ম্যুরাল জনক জ্যোতির্ময়ে গিয়ে শেষ হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ও রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম. প্রক্টোর মো. কামাল হোসেন।
পাবনা পৌরসভা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে।
পাবনা জেলা পরিষদ, সরকারি এডওয়ার্ড কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন, সংস্থা ও ব্যাক্তি দিবসটি পালন করে॥