// কামরুল হাসান কালিহাতী (টাংগাইল): টাঙ্গাইলের কালিহাতীতে ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে এক শ্রমিককে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন।
সোমবার(১৯ জুন) বিকেলে উপজেলার ধলাটেঙ্গর ওসিম উদ্দিনের ঘাট থেকে খায়রুল ইসলাম(৩২) নামের ওই শ্রমিককে আটক করেছে।
জানাযায়, গত ৪/৫ দিন ধরে উপজেলার এলংজানী নদীতে ধলাটেঙ্গর এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছে একটা প্রভাবশালী মহল। এ বালু উত্তোলনের সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খায়রুল ইসলাম(৩২) নামের এক শ্রমিককে আটক করে নিয়ে যায়।
ড্রেজারের শ্রমিক আসলাম মিয়া ও বাবুল হোসেন জানান, আমরা ওখানে কাজ করছিলাম হঠাৎ একটি গাড়ি এসে আমাদেরকে ডাকে। ডাক শুনে আমাদের এক শ্রমিক খাইরুল গাড়ির কাছে গেলে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।
স্থানীয় কয়েকজন জানান,স্থানীয় দুই সাংবাদিক সহ ওই এলাকার ওসিম উদ্দিন, লেবু মিয়াসহ ১৩/১৪ মিলে অবৈধভাবে বালু উত্তোলন করেছে।
শ্রমিক আটকের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইনের নিকট জানতে চাইলে তিনি আটকের বিষয়টি অস্বীকার করে ফোন কেটে দেন।