পাবনায় দুনীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

// পাবনা প্রতিনিধি: ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে  পাবনায় দুনীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । শনিবার( ২৭ মে) সকালে প্রেসক্লাব হলরুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে পাবনা কর্তৃক দুর্নীতি বিরোধী আয়োজিতে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার ৮ টি স্কুলের ২৪ জন বিতর্কিত অংশ নেয়। শতাধিক ছাত্র-ছাত্রী শিক্ষক ও অভিভাবক এ সময় উপস্থিত ছিলেন। সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতার শুরু হয়। পাবনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের বিশেষ অতিথিদের উপস্থিতি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম। পরে বিজয়দের মধ্যে পুরস্কার এবং টেস্ট বিতরণ করা হয়।