// নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় পাখি শিকারে ব্যবহৃত ৮০০ হাত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় কিছু
শালিক ও বক পাখি অবমুক্ত করা হয়।
সোমবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার মাধনগর এলাকায় অভিযান চালিয়ে জাল জব্দ ও পাখি
অবমুক্ত করে পরিবেশকর্মীরা।ফজলে রাব্বী নামে এক পরিবেশকর্মী জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে মাধনগর এলাকায় আসেন তারা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারিরা পালিয়ে যায়। পরে শিকারের কাজে ব্যবহৃত জালে বেশ কয়েকটি শালিক ও বক পাখি আটকে থাকতে দেখে সেগুলো জাল থেকে মুক্ত করে আকাশে উড়িয়ে দেন। এ সময় শিকারে ব্যবহৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয় বলেও জানান তিনি।